ইবিতে দুই পদে নতুন মুখ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসাবে এ.কে. এম শরীফ উদ্দীন এবং শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে শাহ্ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে জানা যায়, তাদের উভয়কে গতকাল ১৫ জুলাই হতে আগামী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। স্ব স্ব পদে দায়িত্ব পালনের জন্য তারা উভয়ে বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্ত হবেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান বলেন, ‘উপাচার্যের আদেশে আদিষ্ট হয়ে তাদেরকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারা তাদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে বলে আশাবাদী।’

উল্লেখ্য, মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেক প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ও ড. মোহাম্মদ সোহেল শারীরিক শিক্ষা বিভাগে হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

শেয়ার করুন:

Recommended For You