নিউইয়র্কে শাকিব-অপু, ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে

অনেকটা আনন্দেই ২ জুলাই হঠাৎ যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর ঠিক দুই সপ্তাহ পর ছেলেকে নিয়ে মার্কিন মুলুকে গেছেন অপু বিশ্বাস। সব থেকে বড় ব্যাপার হলো তাদের দুজনকে একসঙ্গে সেখানে ঘুরতে দেখা গেছে। যা অনেকের কাছেই অবিশ্বাস্য।

শাকিব খান ও অপু বিশ্বাসের সেখানে ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ হাতে এসেছে গণমাধ্যমের কাছে। সম্পর্ক তিক্ততার মঝে এমন সংবাদ বেশ কিছুদিন ধরে চলতে থাকা গুঞ্জনের আগুনে যেন ঘি ঢেলে দিল।

ভিডিওতে শাকিব খানকে বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাতে দেখা গেছে। তার পাশের আসনে বসে থাকতে দেখা গেছে সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে। পেছনে বসা তাদের সন্তান আব্রাহাম খান জয়।

বর্তমানের বাংলা সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব খান। কারণ, ঈদে মুক্তি পাওয়া তার ‘প্রিয়তমা’ সিনেমা ভালো ব্যবসা করছে। শুক্রবারও দেশের বিভিন্ন সিনেমা হলে হাউসফুল গেছে ছবিটি। সিনেমার সাফল্যে এই নায়ক যে খোশ মেজাজে থাকবেন তা বলা বাহল্য।

নিউইয়র্কের বিভিন্ন সূত্র বলছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে জয়সহ সেখানে পৌঁছান অপু বিশ্বাস। স্থানীয় সময় সেদিন রাতে এবং গতকাল শাকিব খান ও অপু বিশ্বাস এবং তাদের সন্তান জয়কে একসঙ্গে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে।

দেশের প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি দাপটের সঙ্গে চলছে। দেশে সাফল্যের পর গত ৭ জুলাই আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেটের সাঁইত্রিশটি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’।

ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ছবিটিও। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম ও দিলরুবা দোয়েল। এক ফেসবুক পোস্টের মাধ্যমে অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ চলচ্চিত্র দেখার আহ্বান জানিয়েছিলেন শাকিব খান।

 

শেয়ার করুন:

Recommended For You