জামালপুরের বকশীগঞ্জে বাংলা নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার এজাহাভুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকরা অনশন কর্মসূচী পালন করেছে।
শনিবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অনশন করেন সাংবাদিকরা। এই অনশন কর্মসূচীতে অংশগ্রহণ করেন জামালপুর ও শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকরা। দুপুর আড়াইটার সময় বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম অনশনস্থলে উপস্থিত হয়ে অনশন ভাঙ্গান।
বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে শনিবার সকাল ৮টা থেকে সাংবাদিকরা অনশনে বসেন। অনশন চলাকালে বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লায়ন, মেলান্দহ রিপোর্টারস ইউনিটির সভাপতি শাহ জামাল, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাত্তিউল হাফিজ বাবু, ভোরের কাগজের সাংবাদিক রাশেদুজ্জামান রনি, দিনকাল সাংবাদিক জিএম শাফিনুর ইসলাম মেজর, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিন রহমান, সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, সংবাদের সাংবাদিক তালুকদার আলমগীর আহমেদ শাহজাহান, কালবেলা সাংবাদিক সলিম উল্লাহ সেলিম, সাংবাদিক রাজ্জাক মাহমুদ, মিডিয়া গ্রুপের সভাপতি সাংবাদিক একেএম নুর আলম নয়ন, সাংবাদিক আলমাস আলী, সাংবাদিক মুনতা হেনা আশা, সাংবাদিক শাহনাজ পারভীন।
অনশন চলাকালে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সাংবাদিকদের অনশন কর্মসূচীর সাথে একাত্ব ঘোষণা করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে খুব দ্রুত সময়ের মধ্যে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হবে। পরে মেয়র নজরুল ইসলাম জুস পান করিয়ে অনশন সাংবাদিক ভাঙ্গান।