এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানি ব্যবসা আর পরিবার নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন। পর্দার জীবন থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময়ই বেশ সরব দেখা যায় তাকে। নিজের ব্যবসার প্রচারণার পাশাপাশি চলচ্চিত্রসহ নানান বিষয়েই পোস্ট করেন নিয়মিত। বিভিন্নসময় চলচ্চিত্রের নানান বিষয়ে সমালোচনা এমনকি কটাক্ষ করেও পোস্ট দেন।
সেই ধারাবাহিকতায় বুধবার (১২ জুলাই) রাতে ফেসবুক স্ট্যাটাসে ওমর সানি লিখেছেন, ‘ঈদ গেছে এবার আসেন ১২ মাস খেলি যেভাবে খেলতেন আমাদের সিনিয়র। তারপর চম্পা, রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, দিতি, ওমর সানি, বাপ্পা রাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনুর, অরুনা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল, ও হুমায়ুন ফরিদী- এইভাবে সারা বছর আমাদের ছবি চলত। এক ঈদে স্টার মেগাস্টার সুপারস্টার, এগুলি ভাব নিয়েন না।’
তিনি আরও লিখেছেন, ‘সারা বছর দেখান, চলচ্চিত্র সারা বছরের, ২ ঈদের জন্য চলচ্চিত্র নয়, আসেন খেলি।’
তার এই পোস্টে অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন। কেউ কেউ অবশ্য সমালোচনাও করেছেন। আবার কেউ জানতে চেয়েছেন, কার সাথে খেলতে চান ওমর সানি?
ওমর সানির অভিষেক হয়েছিল ১৯৯২ সালে। নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে। মৌসুমীর বিপরীতে প্রথমবার অভিনয় করেন ১৯৯৪ সালে। দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমায় দেখা যায় তাদের। খলনায়ক হিসেবেও সফলতা পেয়েছেন ওমর সানি।