ঘরের মাঠে নেপালের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। যার প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে। এবারই প্রথম কোচ গোলাম রব্বানী ছোটনকে ছাড়া মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবুও এ ম্যাচে দেশের সম্মান রক্ষার্থে মাঠে নামবেন সাবিনারা। লক্ষ্য অবশ্যই জয় পাওয়া।
বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক সাবিনা বলেন, দেশের সম্মান রক্ষার্থেই মাঠে নামবে স্বাগতিকরা। দলের গুরুত্বপূর্ণ কিছু ফুটবলার ছাড়া নেপালের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না সেটি জানেন সাবিনাও।
সাবিনা বলেন, ‘বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকায় সবকিছু ওভারকাম করা আমাদের জন্য কঠিন হবে। তবে আমরা দেশের সম্মান রক্ষার্থে মাঠে তো নামবো অবশ্যই।’
তিনি বলেন, ‘নেপাল যেহেতু সাফে আমাদের কাছে হেরেছে, তাদের একটা বড় লক্ষ্য থাকবেই আমাদের যে করেই হোক তারা হারাবে। দলের ভেতর যত সমস্যাই থাকুক না কেনো, জয়ের ধারাটা ধরে রাখার লক্ষ্যই থাকবে।’
কোচ গোলাম রব্বানী ছোটন প্রসঙ্গে সাবিনা বলেন, ‘পেশাদার ফুটবলার হিসেবে বাস্তবতাটা মানতে হবে। ছোটন স্যারের সঙ্গে পারিবারিক একটা বন্ধনের মতো ছিল। তিনি আমাদের প্রতি কেয়ারিংও ছিলেন, স্যারকে মিস করব সেটা স্বাভাবিক। তবে বর্তমান যে পরিস্থিতিটা আছে সেটাও খুব খারাপ নয়।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।