ফ্রান্সে আটকা পড়ে জীবন নিয়ে শঙ্কিত উর্বশী

‘প্যারিস ফ্যাশন উইক’-এ যোগ দিতেই ফ্রান্সে গিয়ে আটকা পড়েছেন বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। বর্তমানে ব্যাপক উত্তপ্ত অবস্থায় রয়েছে ফ্রান্স। মূলত ট্রাফিক আইন অমান্য করায় কৃষাঙ্গ কিশোরকে গুলি করে মারার অভিযোগে রাস্তায় নেমে প্রতিবাদ করেন হাজার হাজার মানুষ। আমজনতার সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন আরও দুই শতাধিক পুলিশ। এখনো রেশ কাটেনি সেই বিক্ষোভের। আর সেখানেই আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

দেশটির বিক্ষোভের মাঝে আটকা আটকে পড়ে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েছেন এই নায়িকা। এ দিকে মেয়ের চিন্তায় ভারতে বসে দুশ্চিন্তায় দিন পার করছেন তার পরিবার।

উর্বশী জানিয়েছেন, নিজের থেকেও তার টিমের সদস্যদের জীবন নিয়ে ভীষণ শঙ্কিত তিনি। সেই সংশয় যেন তাকে আরো উদ্বিগ্ন করে তুলেছে।

সেখান থেকে তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, আমি এখানে আটকে পড়ায় দেশে আমার পরিবার খুব উদ্বিগ্ন হয়ে রয়েছে। ওরা খবর দেখে-শুনে আরো আতঙ্কিত। তাই যথাসম্ভব নিজেরা সাবধানে থাকার চেষ্টা করছি। এমন সুন্দর দেশের এই ভয়ানক পরিস্থিতি দেখে আমার সত্যিই ভীষণ কষ্ট হচ্ছে।

অভিনেত্রী আরো বলেন, হিংসার পরিবর্তে হিংসা পরিস্থিতি আরো জটিল করে তোলে। তবে সমবেদনা ক্ষত সারায়। ফ্রান্সের ইতিহাস, সংস্কৃতিকে আমি বরাবরই পছন্দ করি। যে বা যারা এই ঘটনার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।’

তবে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেও কাজের পরিসরে প্রতিশ্রুতি পূরণ করতে পেরে খুশি বলে জানান উর্বশী।

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন:

Recommended For You