চিলমারী নৌবন্দরে ভারতীয় পণ্যবাহী জাহাজ

কুড়িগ্রামে ভারতের কলকাতা থেকে আসা তেলের পাইপবাহী তিনটি জাহাজ চিলমারী নৌবন্দরে পৌঁছেছে। কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে আবারও জাহাজ তিনটি ভারতের আসামের উদ্দেশ্য রওনা করবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে বুধবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে জাহাজ তিনটি চিলমারী নৌবন্দরে পৌঁছায়। এরপর কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতে থাকে। পরে রাতে কাস্টমস ক্লিয়ারেন্স পায়। কাস্টমস ক্লিয়ারেন্স পেলেও রাতে জাহাজ তিনটি নৌবন্দরেই অবস্থান করছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) যেকোনো সময় জাহাজ তিনটি ভারতের আসামের উদ্দেশ্যে যাত্রা করবে।

কাস্টমস অফিস সূত্র জানায়, জাহাজ তিনটিতে তেলের পাইপ থাকায় ক্লিয়ারেন্স দেয়া হয়েছে।

এসময় ব্রহ্মপুত্র নদে পানি বেশি থাকায় এই রুট ব্যবহার করে জাহাজ তিনটি কলকাতা থেকে আসামে যাবে। অন্য সময় নদীতে নাব্যতা সংকটে বড় জাহাজ না ভিড়লেও এখন পানি বারার কারণে বড় জাহাজ নৌবন্দরে ভিড়ছে।

চিলমারী নৌবন্দরের প্রধান পাইলট মোঃ মাহবুব মিয়া জানান, গতকাল বিকেল ৫টার দিকে ভারতের কলকাতা থেকে তেলের পাইপবাহী তিনটি জাহাজ চিলমারী নৌবন্দরে পৌঁছেছে। কাস্টমস ক্লিয়ারেন্স নিয়েছে। এখন আমার কাছে পাইলট নিয়ে জাহাজ তিনটি আজ যেকোনো সময় চলে যাবে।

শেয়ার করুন:

Recommended For You