বিএন‌পির স্বপ্ন ডি‌সেম্ব‌রেই মরে‌ গে‌ছে : ওবায়দুল কা‌দের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগা‌যোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব‌লেছে‌ন, বিএন‌পি জা‌নে নির্বাচ‌নে এলে তারা হেরে যাবে। এ কারণে যেকোনো মূল্যে নির্বাচন বানচা‌ল করতে বিএনপি নেতাকর্মীরা ষড়যন্ত্রে লিপ্ত। তা‌দের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন গত ডি‌সেম্ব‌র‌েই মরে ‌গে‌ছে।

বুধবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আ‌য়ো‌জিত সমা‌বে‌শে এসব কথা ব‌লেন তি‌নি।

ওবায়দুল কাদের বলেন, বিএন‌পির এক দফা হলো শেখ হা‌সিনার সরকারের পদ‌ত‌্যাগ। আর আমা‌দের এক দা‌বি হলো শেখ হা‌সিনার অধী‌নে নির্বাচন। সং‌বিধান মোতা‌বেক আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। এটা নিয়ে কোনো আলোচনা হ‌বে না।

আওয়ামী লীগ নেতাকর্মী‌দের উদ্দেশে তি‌নি ব‌লেন, আগামী নির্বাচন পর্যন্ত খেলা হ‌বে। কেউ মাঠ ছাড়‌বেন না। নির্বাচন পর্যন্ত মা‌ঠে থাক‌বেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ কোনো অপশ‌ক্তির সঙ্গে আপস কর‌বে না। আওয়ামী লীগ বঙ্গবন্ধু ও মু‌ক্তিযুদ্ধের সঙ্গে বেঈমা‌নি কর‌বে না।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন- মু‌ক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজা‌ম্মেল হক, আওয়ামী লী‌গের প্রেসি‌ডিয়াম সদস‌্য ডা. মোস্তফা জালাল ম‌হিউদ্দিন, ড. আব্দুর রাজ্জাক, জাহা‌ঙ্গীর ক‌বির নানক, অ‌্যাড‌ভো‌কেট কামরুল ইসলাম, মোফা‌জ্জল হো‌সেন চৌধুরী মা‌য়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হা‌নিফ, সাংগঠ‌নিক সম্পাদক আহমদ হো‌সেন, মির্জা আজম, এস এম কামাল, যুবলী‌গের সাধারণ সম্পাদক মাইনুল হো‌সেন খান নি‌খিল, যুব ম‌হিলা লী‌গের সাধার সম্পাদক শার‌মিন সুলতানা লি‌লি প্রমুখ।

শেয়ার করুন:

Recommended For You