আমি শাকিব খানের ভক্ত : ইধিকা

ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। যা ইতোমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডায়। হিমেল আশরাফের পরিচালনায় এর মধ্যদিয়ে দেশের সিনেমায় প্রথম অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা। সম্প্রতি ঢাকার এক গণমাধ্যমের সাথে কথা বলার সময় ইধিকা জানিয়েছেন, তিনি শাকিব খানের ভক্ত। এখনও প্রিয়তমা দেখা হয়নি এই অভিনেত্রীর। তাই শীঘ্রই তার মাকে নিয়ে বাংলাদেশে আসবেন প্রিয়তমা দেখতে।

ইধিকা বলেন, আমি নিজেই শাকিব খানের ভক্ত। তার অনেক ছবি দেখেছি। এই ছবির শুটিং করার সময় একজন দক্ষ অভিনেতার কাছ থেকে যতটুকু সাহায্য পাওয়ার কথা তার চেয়ে বেশি সহযোগিতা পেয়েছি। তিনি অনেক প্রফেশনাল। আর সহশিল্পী হিসেবে অসাধারণ। তার কাজ নিয়ে আমার বলার কিছুই নেই। শুটিংয়ের সময়গুলো আমরা দারুণ উপভোগ করেছি।

প্রিয়তমা এখনও দেখা হয়নি জানিয়ে তিনি বলেন, কাজের ও ডাবিংয়ের সময় যতটুকু দেখেছি, সেটুকুই। ছবিটি মুক্তির আগেই তো আমি কলকাতায় চলে আসলাম। ইচ্ছা আছে, সবার সঙ্গে বসে ছবিটি উপভোগ করার। শিগগির মাকে নিয়ে ঢাকায় আসব ‘প্রিয়তমা’ দেখতে।

বাংলাদেশের সিনেমায় নিয়মিত কাজ করার আগ্রহ আছে জানিয়ে এই অভিনেত্রী বলেন, বাংলাদেশে আমার প্রথম কাজের অভিজ্ঞতা দারুণ। সময় সুযোগ পেলে অবশ্যই কাজ করব। আর এ দেশের দর্শকও সিনেমাপ্রেমী। তাদের নতুন ছবি উপহার দিতে পারলে আমারও খুব ভালো লাগবে।

শেয়ার করুন:

Recommended For You