বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেনীতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারী ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ২য় পর্যায়ে ট্যাব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় এর আয়োজনে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক সরোয়ার কামাল টারজান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌরসভার প্যালেন মেয়র কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন।
উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ে পটুয়াখালী সদর উপজেলার কারিগরি, মাধ্যমিক ও মাদ্রাসার ৩০১ জন ৯ম ও ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ৮৪০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই ট্যাব বিতরণ করা হয়েছে।