ঢাকাই সিনেমার নাম্বার ওয়ার হিরো শাকিব খান। এতে কারো কোন দ্বিমত নেই। এবার ঈদে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
বর্তমানে সিনেমার প্রচারণায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। সেখান থেকে ফেসবুকে একটি পোস্টে এই সুপারস্টার লিখেছেন, ‘আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে- আমি না!’
‘প্রিয়তমা’ দেখার আহ্বান জানিয়ে শাকিব আরও লিখেছেন, ‘ভালোবাসার সব বাঁধ ভেঙে ওয়ার্ল্ডওয়াইড ১৫২টির বেশি থিয়েটারে মহাসমারোহে চলছে “প্রিয়তমা”। পরিবার পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে “প্রিয়তমা” উপভোগ করুন।’
নাম্বার ওয়ান’খ্যাত এই নায়কের পোস্টের প্রথম কথাগুলো নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা। কাকে উদ্দেশ্য করে ‘ঢোল পেটানো’র কথাগুলো বলেছেন, তা নিয়েও চলছে নানা কথাবার্তা। শাকিবিয়ানরা প্রিয় শিল্পীর কথায় সম্মতি প্রকাশ করে কেউ মন্তব্য করেছেন, সমালোচনার উপযুক্ত জবাব। কেউ লিখেছেন, সময় উপযোগী কথা। তবে কি একই সময়ে মুক্তি পাওয়া অন্য কোনো সিনেমার নায়ককে উদ্দেশ্য করেই শাকিবের এই উক্তি? এই প্রশ্নের উত্তর অবশ্য ধোঁয়াশাই থেকে গেছে।
এদিকে, রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমা ‘প্রিয়তমা’য় শাকিব- ইধিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকেই। এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।