তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে ভারতীয় নারী দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার মিরপুরের হোম অফ ক্রিকেটে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ ১১৪ রান। ভারতীয় নারী দলের লক্ষ্য দাঁড়িয়েছে ১১৫ রানে।
এ দিন শুরুতে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় ভারতের মেয়েরা। শুরুতেই দলীয় ২৭ রানের মাথায় অভিষেক হওয়া মিন্নু মনি বলে জেমিমাহ রদ্রিগোজ হাতে ক্যাচ তুলে প্যাভিলয়নে ফিরেন টাইগ্রেসদের উইকেট-কিপার ব্যাটার শামিমা সুলতানা। তিনি দুই চারে ও ১ ছক্কায় ১৩ বলে ১৭ রান করেন প্যাভিলয়নে পথে হাটা দেন।
এরপর বাংলাদেশের পক্ষে ম্যাচের হাল ধরেন সাথী রাণী ও সোবহানা মোস্তারী। দুই জনে মিলে ২৫ রানের জুটি গড়েন। দলীয় ৫২ রানের ঘরে পূজা বলে ক্যাচ আউট হয়ে ফিরেন ব্যাটার সাথী রানী। এ সময় তিনি করেন ২৬ বলে ২২ রান। অধিনায়ক নিগার সুলতান জ্যোতি নেমেও দুই অংকের সংখ্যা পার করতে পারেননি। দলীয় ৫৭ রানের মাথায় রান আউট হয়ে ফিরেন তিনি। এরপর বাংলাদেশের হাল ধরেন মোস্তারী ও স্বর্ণা আক্তার। দুই জন মিলে করেন ২১ রানের জুটি। কিন্তু এ জুটিও বেশিদূর যেতে পারেনি। দলীয় ৭৮ রানে শেফালি ভার্মার বলে ক্যাচ আউট হয়ে ফিরেন মোস্তারী। তিনি করেন ৩৩ বলে ২৩ রান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারত ব্যাট করতে নেমে ১ম ওভারের ৩য় বলে কোনো রান করার আগেই তাদের ১ম উইকেট হারিয়েছে।