শাকিব ববির ‘মাস্টারমাইন্ড’, ৬ কোটি বাজেটের ছবির গল্পকার ববি

ঢাকাই সিনেমার কিং শাকিব খান ‘প্রিয়তমা’ দিয়ে ইতোমধ্যেই দেখিয়েছেন তার জনপ্রিয়তা কমেনি একটুও। বরং নিজেকে আরও পরিণত করে ফিরেছেন পর্দায়।

প্রিয়তমার পরে এবার নতুন সিনেমা নিয়ে হাজির হবেন তিনি। ‘মাস্টারমাইন্ড’ নামে এই সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। এই সিনেমার গল্পও লিখেছেন ববি। সিনেমাটি নির্মাণ করবেন মেধাবী নির্মাতা সৈকত নাসির।

নায়িকা ববির সঙ্গে কিং খানের জুটি বেশ সফল। এবার তাদের এক সঙ্গে পর্দায় দেখা যাবে ‘মাস্টারমাইন্ড’ শিরোনামের এই সিনেমায়। সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়িকা ববি হক জানান, আমাকে বরাবর বলা হয় অ্যাকশন কন্যা। তাই এই ধারার সিনেমা করতে আমারও ভাল লাগে। আর শাকিবের সঙ্গে আমার সব সিনেমাই সুপারহিট। সুতরাং আমরা পরীক্ষিত। আশা করি দারুণ কিছু উপহার দিতে পারব আমরা। খুব শিগগিরই ছবির কাজ শুরু হবে।

সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসিরের ভাষ্য, সিনেমাটি অ্যাকশন জনরার। এতে জন উইক মুভির টিম কাজ করবে। এছাড়াও হলিউড সিনেমার গ্রাফিক্স টিম ও অ্যানিমেটররা কাজ করবে। প্রাথমিক ভাবে এই সিনেমার বাজেট ছয় কোটি টাকা ধরা হলেও বাজেট বেড়ে যেতে পারে বলে জানান এই নির্মাতা।

পরিচালক জানালেন, ঢাকায় শুরু হবে শুটিং, পরে ভারতের চেন্নাই ও আরব আমিরাতের দুবাইতেও হবে শুটিং। সৈকত নাসির বলেন, ‘ববির কাছে গল্পটা শুনেই ভালো লেগেছিল। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি হতে যাচ্ছে এটি। প্রযোজনা করবে বিটিএল গ্রুপ।

নির্মাতা সৈকত নাসির আরও বলেন, শাকিব-ববি জুটির এই ছবি বাংলা ছবির দর্শকদের জন্য বড় একটি উপহার হিসেবে থাকবে। এর বাজেট নিয়ে অনেকেই অনেক রকম কথা বলবেন কিন্তু আমি মনে করি শাকিব খআন গ্লোবাল সুপারস্টার। সারাবিশ্বের বাঙালীর সিকিভাগের কাছেও আমরা তার নতুন সিনেমা নিয়ে যাইনি। তাই সেভাবে ‘মাস্টারমাইন্ড’র বিপণন পরিকল্পনা করা হচ্ছে।

জানা গেছে, মাস্টারমাইন্ড সিনেমায় রেকর্ড বাজেটেই এই সিনেমায় দেশের নামীদামি সব অভিনেতারা কাজ করবেন।

শেয়ার করুন:

Recommended For You