এই সিরিজ হারা মানে আমরা খারাপ দল না : মেহেদী মিরাজ

ঘরের মাঠে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এই ফরম্যাটে এবারই প্রথম আফগানদের কাছে সিরিজ হারল স্বাগতিকরা। তবে টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজের মতে, একটি সিরিজ খারাপ যেতেই পারে।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এ ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩১ রান করে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রানেই থামে টাইগাররা। এতে স্বাগতিকদের বিপক্ষে ১৪২ রানে বিশাল ব্যবধানে জয় পায় আফগান আটলানরা।

এদিন সিরিজ হারের পর সংবাদ সম্মেলন আসেন মিরাজ। এ সময় তিনি বলেন, ‘একটি জিনিস ভালো হয়েছে যে আমাদের কিন্তু সুযোগ আছে। এই সিরিজ হারায় একদিক থেকে ভালোই হয়েছে। আমরা হয়তো হেরেছি। তবে আমাদের কোথায় ঘাটতি আছে, কোথায় উন্নতি করতে হবে, সেসব নিয়ে এখন কাজ করতে পারবো।’

আগামী ৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তাছাড়া এশিয়া কাপেও টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানরা। মিরাজ মনে করেন, বিশ্বকাপের আগে এই হার তাদেরকে আরো সতর্ক করবে।

তিনি বলেন, ‘যেহেতু এশিয়া কাপে ওদের বিপক্ষে খেলা আছে এবং বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচও ওদের বিপক্ষে। ব্যাটাররা কীভাবে রান করবে, ওদের কীভাবে মোকাবেলা করবে। বোলাররা কীভাবে বল করবে, এই সময়ের মধ্যে প্রত্যেকটা খেলোয়াড় কাজ করতে পারব। যেহেতু লম্বা সময় পাচ্ছি আমাদের জন্য ভালো।’

মিরাজ আরো বলেন, ‘এই সিরিজ হারা মানে আমরা খারাপ দল না। আমরা ৩-৪ বছর ধরে যেমন খেলছি, আমাদের রেকর্ডই সে কথা বলবে। দুই-একটি সিরিজ খারাপ যেতেই পারে। বিশ্বকাপের আগের সময়টা আমাদের কাজে লাগাতে হবে।’

শেয়ার করুন:

Recommended For You