বিয়ে করেছেন টেলিভিশন অভিনেত্রী ফারিয়া শাহরিন।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শুক্রবার কনে সাজার একটি ছবি শেয়ার করে এ তথ্য তিনি নিজেই দিয়েছেন।
ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা ফারিয়া ওই ছবিতে লিখেছেন, আমাদের জন্য দোয়া করবেন।
তবে কাকে তিনি বিয়ে করেছেন বা কবে, কোথাায়; সে ব্যাপার কিছু জানাননি এই অভিনেত্রী। সূত্র বলছে, ঘরোয়াভাবেই অভিনেত্রীর কাবিন হয়েছে।
ফারিয়ার পোস্টের নিচে কমেন্টে করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে আসেন ফারিয়া। ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। তবে পরে এ নিয়ে আর কিছু জানা যায়নি।