হালের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে সমকামিতা আর যৌনতা ছাড়া আর কিছু নেই বলে অভিযোগ করলেন আমিশা প্যাটেল। নিজের অভিনীত ‘গদর-টু’ সিনেমার প্রচারে এমন বিস্ফোরক মন্তব্য করলেন এই বলিউড অভিনেত্রী।
সম্প্রতি এক বলিউড সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আমিশা বলেন, দর্শকরা আজকাল একটা ভালো, পরিষ্কার কনটেন্ট দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মে তো আপনি সেগুলো পাবেন না। ওখানে হোমোসেক্সুয়ালিটি ছাড়া কিছুই নেই। বাচ্চাদের এসব থেকে দূরে রাখতে মা-বাবাদের তো টিভি, মোবাইল লক করে রাখতে হয়।
তিনি আরো বলেন, দাদা-দাদির সঙ্গে বসে বাচ্চারা যে সিনেমা দেখবে, সেই যুগ এখন আর নেই। ওটিটিতে সেসব নেই। ওখানে গে-লেসবিয়ানিজম, সমকামিতা আর যৌনতার দৃশ্যে ভরপুর, যেসব দৃশ্যের জন্য বাচ্চাদের চোখ ঢেকে রাখতে হয় মা-বাবাদের। কারণ আপনি তো চাইবেন না আপনাদের সন্তানরা এসব দেখুক।
প্রায় ২২ বছর আগে হিন্দি ছায়াছবির দুনিয়ায় সাড়া ফেলেছিল ‘গদর: এক প্রেম কথা’ ছবিটি। বলিউডের ইতিহাসে সবচেয়ে হিট ছবিগুলোর মধ্যে একটি অনিল শর্মা পরিচালিত এ প্রেমের ছবিটি। এত বছর পার হয়ে যাওয়ার পরও ছবিটিকে ঘিরে এখনো উন্মাদনা তুঙ্গে। জি স্টুডিও প্রযোজিত ‘গদর-টু’ ছবির মূল চরিত্রে দেখা যাবে সানি দেওল ও আমিশা প্যাটেলকে। ছবিটি ১১ আগস্ট মুক্তি পাবে।