নিজের প্রযোজিত লাল শাড়ি সিনেমার প্রচারণায় গিয়ে চিত্র নায়িকা অপু বিশ্বাস বলেছেন, লাল শাড়ি সিনেমার সাথে আমার অনেক আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে।
অপু বিশ্বাস আজ দুপুরে রাজধানীর উত্তরাতে ম্যাজিক মুভি থিয়েটারে সহশিল্পীদের নিয়ে লাল মাড়ি সিনেমার প্রচারণা করেন।
সরকারের অনুদানের অর্থায়নে লাল শাড়ি নির্মিত হয়েছে জানিয়ে অপু বিশ্বাস বলেন, অনেকের ভেতরেই একটা ধারণা কাজ করে যে, অনুদানের সিনেমায় দর্শক হলে আসবে কিনা? সেটার ব্যতিক্রম আমি কিছুটা হলেও আপনাদের সামনে আনতে পেরেছি। তিনি বলেন, সিনেমা হলে আসছেন সবাই। লাল শাড়ি দেখছেন।
অপু বিশ্বাস সবার প্রতি বাংলা সিনেমা দেখার আহ্বান জানান।