আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি ভেজা প্রথম ওয়ানডে ম্যাচে হেরেছে বাংলাদেশ। ওই ধাক্কা সামলে ওঠার আগেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ওয়ানডে দলের অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবাল।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন তিনি। সিরিজ নিয়ে এটা তামিমের নিয়মিত কোন সংবাদ সম্মেলন নয়। সেজন্য প্রশ্ন উঠছে, হুট করে কেন এই সংবাদ সম্মেলন ডাকলেন বাঁ-হাতি ব্যাটার।
বুধবার (৫ জুলাই) গভীর রাতে চট্টগ্রামে আফগান সিরিজ কাভার করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের তামিম সংবাদ পাঠান, বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে কিছু বিষয়ে জানাতে চান। তবে কি জানাতে চান বাংলাদেশ ওয়ান ডে দলের অধিনায়ক। এমন প্রশ্নে দেশের প্রথম সারির এক গণমাধ্যমের এক প্রতিবেদককে তামিম জানান, এটা কালকেই (আজ) বলি। আজ (গতকাল) আর কিছু জানতে চেয়েন না প্লিজ।
হঠাৎই কেন দেশসেরা এই ওপেনারের সংবাদ সম্মেলন! রহস্যময় এই সংবাদ সম্মেলন নিয়ে অনেক গুঞ্জনও চাউর হবে, এটাও স্বাভাবিক। সংবাদ সম্মেলনে কি বলতে চাচ্ছেন তামিম, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তই কি জানাচ্ছেন?
তবে বুধবার রাতেই এর কিছুটা আভাস মিলেছে। সংবাদ সম্মেলনে দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন তামিম। বিষয়টি অনেকটা জোরালোভাবেই শোনা যাচ্ছে। তামিমের ঘনিষ্ঠ সূত্রও এমনই ইঙ্গিত দিয়েছে।
এদিকে অনেকেরই আবার জল্পনাকল্পনা তামিম নাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরেরই ঘোষণা দিতে পারেন। আর এর কোনোটাই না হলে মিস্টার খান আসলেই কি বলতে চান, সেটা নিয়েই বাড়ছে কৌতূহল।
এর আগে, ২০২২ সালের ১৬ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তামিম। এরপর থেকে শুধু টেস্ট আর ওয়ানডেই বাঁহাতি এই ওপেনারকে ২২ গজে দেখা গেছে।