আগেই জানা গিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি দল বরিশাল ছাড়তে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু জানা ছিল না তিনি কোন ক্লাবে যোগ দেবেন। অবশেষে জানা গেল তিনি দুই বছরের জন্য রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন। আসন্ন (২০২৪) বিপিএল মৌসুমের জন্য রংপুর তারকা এ অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। ধারণা করা হচ্ছে বিপিএলের ১০ম আসর শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। তার আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়ে যাবে প্লেয়ার্স ড্রাফট। সে হিসেবে বলা যায় বিপিএল শুরুর বাকি আরও ৬ মাস।
উল্লেখ্য, প্লেয়ার্স ড্রাফট ছাড়া প্রতি দল ৩ জন করে স্থানীয় ক্রিকেটার রেখে দিতে পারবে। এছাড়া প্রতি দল প্লেয়ার্স ড্রাফটের বাইরে একজন করে স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। সেই কোটাতেই সাকিব রংপুর রাইডার্সে যোগ দিলেন।
সবশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন সাকিব। গত ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি। এছাড়া সবশেষ ২০২৩ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল।
তবে শেষ চারে পরাজিত হয়ে বাদ পড়ায় সাকিবের একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলে ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে বিষয়টি ইতিবাচকভাবে নেননি এ বিশ্বসেরা অলরাউন্ডার। সেই ধারাবাহিকতায় তিনি আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছরের (২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি) পরবর্তী বিপিএল আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি।
বিপিএলে সাকিব সেরা খেলোয়াড়দের একজন। ব্যাটিং-বোলিং সব জায়গাতেই নিজের নাম উজ্জ্বল করেছেন তিনি। বিপিএলে ব্যাটিংয়ে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক তিনি। বিপিএলে সাকিবের রান ২১৪২।
এদিকে বোলিংয়েও কম যান না সাকিব। ১০০ ইনিংসে বল করে ১৩২টি উইকেট পেয়েছেন তিনি। ইকোনমি মাত্র ৬.৫২। পাঁচ উইকেটও পেয়েছেন একবার।