নন্দিনি-২ জাহাজের আগুন নিয়ন্ত্রণে

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনি-২ এর আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে দমকলকর্মীরা এ আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

এর আগে, সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তৃতীয় দিনের উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করার প্রস্তুতি নেয়ার সময় আবারো জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। এতে দুই পুলিশসহ ১৪ জন দগ্ধ হন। পরে বরিশাল বিভাগের ১১টি ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা কাজ করে মঙ্গলবার ভোরে ট্যাংকারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোট ১১ লাখ লিটার জ্বালানি তেলের মধ্যে ৬ লাখ লিটার সরিয়ে নেয়া হয়েছিল। বাকি তেল সাগর নন্দিনি-৪ নামের অপর জাহাজটিতে সরিয়ে নেয়ার সময় হঠাৎ নন্দিনি-২ জাহাজে এ বিস্ফোরণ ঘটে।

ঝালকাঠি সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, সারা রাত ধরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। সেইসঙ্গে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও থানা পুলিশের সদস্যরাও এ কাজে সহযোগিতা করেছেন। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

উল্লেখ্য, গত ১ জুলাই দুপুর আড়াইটার দিকে সুগন্ধা নদীতে সাগর নন্দিনি-২ নামের তেলের ট্যাংকারে বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। সোমবার (৪ জুলাই) উদ্ধার অভিযান শেষ করার ১ ঘণ্টার মাথায় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে একই জাহাজে ফের বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। আর এই পুরো ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে এবং ১৯ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন:

Recommended For You