মালদ্বীপের বিপক্ষে রবিবার দ্বিতীয় ম্যাচ ছিল অলিখিত ফাইনাল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে তিন পয়েন্ট আদায় করলো হাভিয়ের কাবরেরার দল। ৩-১ গোলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ।
এর আগে লেবাননের কাছে ২-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ।
২০০৩ সালের পর প্রথমবার সাফে মালদ্বীপকে হারালো বাংলাদেশ, মানে ২০ বছর পর। গ্রুপের শেষ ম্যাচে তারা খেলবে ভুটানের সঙ্গে। ম্যাচটি জিতলে সেমিফাইনাল নিশ্চিত।
দুই মাচ শেষে ‘বি’ গ্রুপে সমান তিন পয়েন্ট বাংলাদেশ ও মালদ্বীপের, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে লাল সবুজেরা। এক ম্যাচ কম খেলে একই পয়েন্ট নিয়ে শীর্ষে লেবানন।