জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ সৌখিনের রৌপ্যপদক অর্জন

খুলনা পাবলিক কলেজ-এর দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র সামজিদ হোসেন সৌখিন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ ‘ইংরেজি উপস্থিত বক্তৃতা’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সমগ্র বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

গত সোমবার (১৯ জুন) ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এ মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি পুরস্কার হিসেবে রৌপ্যপদক, ক্রেস্ট, সার্টিফিকেট এবং চেক প্রদান করেন।

উল্লেখ্য, সামজিদ হোসেন সৌখিন শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ পর্যায়) অংশগ্রহণ করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে তার বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখে। এছাড়া ২০২২ সালে FAO কর্তৃক আয়োজিত Poster Contest-এ সমগ্র বিশ্বের ১৯৬টি দেশের মাঝে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দ্বিতীয় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। ২০১৬ সালে Toyota Dream Car Art Contest-এ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। সে নিয়মিত বিতর্ক, কুইজ, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন এর সাথেও জড়িত। তার সাংস্কৃতি চর্চার ক্যারিয়ারে ৩০০-এর অধিক পুরস্কার প্রাপ্তির সার্টিফিকেট, বই এবং ক্রেস্ট রয়েছে।

খুলনা পাবলিক কলেজ পরিবার সমজিদ হোসেন সৌখিন এর সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছে।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You