ফাইনালে হারল বাংলাদেশ, ইমার্জিং এশিয়া কাপ ভারতের

নারী ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশ নারী ‘এ’ দলের সামনে। তবে ফাইনালে ভারতের বিপক্ষে আর পেরে উঠলো না টাইগ্রেসরা। লাল-সবুজদের ৩১ রানে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে ভারত নারী ‘এ’ দল।

হংকংয়ের মং ককের মিশন রোড গ্রাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করে ভারত। জবাবে বাংলাদেশ নারী ‘এ’ দল ১৯.২ ওভারে ৯৬ রানে অল আউট হয়ে যায়।

এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত নারী ‘এ’ দলের অধিনায়ক স্বেতা সেহরাওয়াত। তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন ছেত্রী। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ২৮ রান।

একপর্যায়ে মাত্র ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ৯১ রান। সেখান থেকে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। শেষ দিকে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি রান করতে পারেনি ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন দিনেশ ভ্রিন্দা।

এছাড়া ছেত্রী ২২ ও স্বেতা ১৩ রান করেন। শেষদিকে কনিকার অপরাজিত ৩০ রানের ইনিংসে বড় সংগ্রহ নিশ্চিত হয় ভারতের। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ও সুলতানা খাতুন দুটি করে এবং সানজিদা আক্তার মেঘলা ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেন।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের পক্ষে অপরাজিত সর্বোচ্চ ১৭ রান করেন নাহিদা আক্তার। এছাড়া সোবহানা মুস্তারি ১৬ ও সাথী রানি ১৩ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

ভারতের হয়ে শ্রেয়াংকা পাতিল একাই চার উইকেট শিকার করেন। এছাড়া মান্নাত কাশ্যপ তিনটি, কনিকা দুটি ও তিতাস সাধু একটি করে উইকেট শিকার করেন।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You