নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা আমাদের দায়িত্ব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হোক সেটা তো আমাদের দায়িত্ব।

সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

বুধবার (২১ জুন) দুপুর ১২টায ১২ মিনিটের দিকে গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

শুরুতে প্রধানমন্ত্রী দুই দেশ সফর সম্পর্কে লিখিত বক্তব্যে বিস্তারিত তুলে ধরেছেন। পরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন।

এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন যখন হওয়ার কথা ঠিক তখনই হবে।

শেখ হাসিনা বলেন, আমি ক্ষমতা ভোগ করতে এই দেশের ক্ষমতায় আসিনি। মানুষের জন্য কাজ করতে এসেছি।

প্রধানমন্ত্রী গত ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে শনিবার (১৭ জুন) দেশে ফিরেছেন।

এ ছাড়া গত ২৩-২৫ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগের শীর্ষ নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এছাড়া সিনিয়র সাংবাদিকরা যোগ দিয়েছেন।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You