১০ লাখ টাকার বিশেষ সম্মাননা পেলেন মুশফিক!

দেশের ক্রিকেটের সাথে প্রায় ১৯ বছরের পথচলা মুশফিকুর রহিমের। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। শত জয়-পরাজয়ের প্রত্যক্ষদর্শী দেশের এই অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের রান ১৪ হাজারেরও বেশি। দেশের ক্রিকেটে এমন অসামান্য ভূমিকা রাখায় এই তারকা ক্রিকেটারকে ১০ লাখ টাকার বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৪ হাজারেরও বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটের অন্যতম কাণ্ডারি এই ব্যাটার। পঞ্চপাণ্ডবের একজন। আর তাই সর্বশেষ বোর্ড সভায় মুশফিককে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে বিসিবি। সম্মাননা হিসেবে ১০ লাখ টাকা পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। দেশের ক্রিকেটে এই ধরনের সম্মাননা আগে কেউই পাননি।

এই প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মুশফিক একদিন আমাকে বলেছিল খেলা শেষ করে, যে আপনি কোনো দিন আমাকে কিছু দেননি। তাই এটা শুনে আসলে আমিও চিন্তা করে দেখলাম আমি তো আলাদা করে ওকে কিছু দেইনি। সেজন্যই তাকে এটা (আর্থিক সম্মাননা) দেয়া হয়েছে। কিন্তু এটা যদি মিডিয়ায় আসে তাহলে সবাই চাবে। আর এটাই লাস্ট আর কাউকে দিবো না।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You