ছাড়পত্র পেয়েছেন সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হয়নি জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসানের। সেবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ছাড়পত্র দেয়নি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। কিন্তু আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে বেশ ব্যস্ত সময় কাটাতে হবে দেশসেরা এই অলরাউন্ডারকে।

কানাডায় বসতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার জন্য বোর্ডের ছাড়পত্র পেয়েছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। একইসঙ্গে সাকিব ছাড়পত্র পেয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগের জন্যও।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই সাকিব উড়াল দেবেন কানাডার লিগে খেলতে। সেটি শেষ করে পরের মাসেই এলপিএল খেলতে রওয়ানা দেবেন তিনি।

আয়ারল্যান্ড সিরিজ চলাকালে পাওয়া আঙুলের ইনজুরি সাকিবকে ছিটকে দিয়েছিল আফগানদের বিপক্ষের টেস্ট সিরিজ থেকে। ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে মাঠে ফিরবেন তিনি।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You