ঠাকুরগাঁওয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের সমাপনী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রোববার (১৮ জুন) ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, বিশেষ অতিথি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের শিক্ষক মো. শরিফুল ইসলাম, নাসির উদ্দিন, মোমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের বোর্ড সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আন্ত টেকনোলজিসমূহের মধ্যে সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থী, কারিগরি মেলায় ৩টি সেরা স্টল প্রদর্শনকারী প্রতিষ্ঠান ও আন্ত:প্রতিষ্ঠানের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বিকেলে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সেখানে প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেডের শিক্ষার্থী ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।