৫ উইকেট পেয়েও পাওয়া হল না তাসকিনের!

আফগানিস্তানের শেষ উইকেট নিয়ে হয়ে গেল বেশ নাটকীয়তা। তাসকিনের করা ওভারের তৃতীয় বলে লেংথ ডেলিভারি ব্যাটে লাগাতে পারেননি জাহির খান। উইকেটরক্ষকের গ্লাভসে বল জমা পড়তেই উল্লাসে মাতে বাংলাদেশ। জহির খানকে কট-বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার, তাসকিনও পেয়ে গিয়েছিলেন ৫ উইকেট!

টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট হয়ে গেছে ভেবে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করে সেজদাও দিয়ে ফেলেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু রিভিউ নেন জাহির। রিপ্লেতে দেখা যায়, ব্যাট ও বলের মাঝে ছিল দৃশ্যমান ফাঁক! ফলে বেঁচে যান আফগান ব্যাটার।

পরের ডেলিভারিতে ফুল টসে বোল্ড হন জাহির খান। আরও একবার উল্লাস করে বাংলাদেশ। কিন্তু বলটি কোমরের বেশি উচ্চতায় ছিল কি-না দেখার জন্য টিভি আম্পায়ারের কাছে পাঠান মাঠের আম্পায়ার।

রিপ্লে দেখে তাসকিনের ওই ডেলিভারিকে ‘নো’ ডাকেন টিভি আম্পায়ার। ফলে দুইবারই হতাশায় পড়তে হয় বাংলাদেশকে।

পরপর ২ বলে বেঁচে গেলেন জহির, পরপর ২ বলে জয় পেয়েও পাওয়া হলো না বাংলাদেশের। ৫ উইকেট পেয়েও পেলেন না তাসকিন!

শেষ ব্যাটার জহির খান রিটায়ার্ড হার্ট হয়ে ইনিংস সমাপ্ত হলে বড় জয় পেয়ে যায় বাংলাদেশ। কিন্তু তাসকিনের আর এই ইনিংসে ৫ উইকেট পাওয়া হল না।

শেয়ার করুন:

Recommended For You