ছাদবাগান করলে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড়

দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড় দেয়া হবে। তাপমাত্রা কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার (১৪ জুন) এক সভায় সাংবাদিকদের মন্ত্রী এ তথ্য জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘তাপমাত্রা কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের সব সিটি কর্পোরেশন এবং পৌরসভার অধীনে থাকা ভবনের ক্ষেত্রে সিদ্ধান্তটি কার্যকর হবে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।’

জানা গেছে, ছাদ বাগান করলে বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড় দিতে একটি আবেদন করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। আবেদনটি বিবেচনায় নিয়ে সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার জন্য ছাদ বাগান করলে ভবন মালিকদের হোল্ডিং ট্যাক্সের ওপর ১০ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You