ঢাকা টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের একমাত্র টেস্ট খেলতে আজ সফরকারী আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। প্রায় চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দুই দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। ফলে আগে ব্যাট করবে টাইগাররা।

আফগানিস্তান অধিনায়ক বলেন, নতুন উইকেট, গত কয়েকদিন বৃষ্টি হয়েছে বলেফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

লিটন দাস জানান, টস জিতলে তিনি আগেই বোলিং নিতেন।

খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

আঙুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এতে টাইগারদের নেতৃত্ব ভার উঠেছে লিটন দাসের কাঁধে।

এদিকে কোমরের ইনজুরিতে খেলা হচ্ছে না তামিম ইকবালেরও।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে আফগানিস্তানের দলপতি রশিদ খানকে। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন দলটির টপ অর্ডার ব্যাটার হাশমতউল্লাহ শাহিদি।

টেস্ট স্ট্যাটাস অর্জনের পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে খেলবে আফগানিস্তান। যেখানে প্রথম দেখাটা ভুলে যেতে চাইবে টাইগার বাহিনী।

২০১৯ সালে চট্টগ্রাম টেস্টে ২২৪ রানের ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। সেবার বল হাতে দুই ইনিংস মিলিয়ে একাই ১১ উইকেট নিয়েছিলেন রশিদ খান। অবশ্য ইনজুরির কারণে মিরপুর টেস্ট মিস করবেন তিনি।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You