এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, জন্মের পরই নাগরিকত্বের নম্বর

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে যাচ্ছে। এখন থেকে জন্মের পরপর নিবন্ধন করে দেওয়া হবে নাগরিকত্বের নম্বর। আর বয়স ১৮ হলে দেওয়া হবে ভোটার আইডি।

সোমবার (১২ জুন) নির্বাচন কমিশনের অধীন থেকে এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখতিয়ার দিয়ে পরিচয়পত্র নিবন্ধন আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রসঙ্গত, ২০০৭ সালে অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা গ্রহণকারী সেনা-সমর্থিত সরকারের আমলে ছবিসহ ভোটার তালিকার কাজ শুরু করে নির্বাচন কমিশন।

সেসময় ইসির মাধ্যমে ভোটার তালিকার সঙ্গে জাতীয় পরিচয়পত্র দেওয়ার কাজটিও হয়। ২০১০ সালে নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ একটি আইনগত ও প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You