তামিমের খেলা নিয়ে লিটন যা বললেন

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে মিরপুরে কঠোর অনুশীলন করছে টাইগার বাহিনী। তবে ব্যাকপেইনের কারণে মিরপুর টেস্টে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে তামিম ইকবালের। তবে ফিট থাকলে তামিম খেলবেন বলে মন্তব্য করেছেন টাইগারদের টেস্ট দলের অধিনায়ক লিটন দাস।

সোমবার (১২ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে লিটন বলেন, উনার (তামিম) ব্যাপার মেডিকেল টিম দেখবে অবশ্যই। তিনি যদি ফিট থাকেন ম্যাচ খেলবেন।

রোববার মিরপুরের ইনডোরে অস্বস্তি নিয়েই ব্যাটিং অনুশীলন করেন তামিম। মিনিট দশেক নেটে ব্যাটিংয়ের পর টাইগারদের সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে কথা বলেন। এ সময় কোমড়ে হাতে দিয়ে মাটিতে বসে পড়েন তিনি। এদিন পুরোটা সময়জুড়ে তার শরীরী ভাষায় ছিল স্পষ্টত ইনজুরির ছাপ।

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি গণমাধ্যমকে বলেন, তামিমকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনুশীলন না করলে তার সমস্যা কতটুকু সেটা বোঝা যাবে না। এমনকি কোচরাও দেখবেন সে খেলার পরিস্থিতিতে আছে কিনা।

এর আগে ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে আফগান টেস্টে টাইগারদের নেতৃত্ব দিবেন লিটন দাস।

অবশ্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে সাকিবের।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You