
চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুক থেকে তিন অভিনেত্রীর সঙ্গে তার কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়। মধ্যরাতে এসব ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই রাজ ও তার স্ত্রী অভিনেত্রী পরীমনির সম্পর্কে শুরু হয় আবারও টানাপোড়েন। নায়িকা জানিয়েছিলেন, ‘২০ মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাজ। এরপর থেকে সে বাসায়ও ফেরেনি, ফোনটাও ধরে না আর।’
ভিডিও ফাঁসের ঘটনায় সংবাদমাধ্যমে রাজ-পরী দুজনের পক্ষ থেকেই এসেছে নানা বক্তব্য। যেখানে অনেকটাই স্পষ্ট- এই তারকা দম্পতির সম্পর্কে বড়সড় ফাটল ধরেছে। শুধু তাই নয়, সংবাদমাধ্যমে দুজনেই বক্তব্যে এও উঠেছে এসেছে- তাদের ‘ডিভোর্স’ এখন সময়ের ব্যাপার মাত্র।
এরই মাঝে একসঙ্গে দেখা গেল আলোচিত এই তারকা দম্পতিকে। উপলক্ষ- তাদের ছেলে রাজ্যের ১০ মাস পূর্ণ হওয়া। আর এই কারণের একসঙ্গে হয়েছিলেন তারা।
রবিবার (১১ জুন) ভোরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন নায়িকা পরীমণি।
ভিডিওতে দেখা যায়, রাজ-পরী ছেলে রাজ্যের ১০ মাসপূর্তি উদযাপন করছেন কেক কেটে। রয়েছে পরিবারের লোকজনও। ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ক্যাপশনও।
ক্যাপশনটি হুবুহু তুলে দেওয়া হলো-
‘আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ।♥️
Happy ten months Baajaan!
মাসের দশ তারিখটা আমাদের জন্যে অনেক স্পেশাল!
ব্যাস এতটুকুই…’
সঙ্গে জুড়ে দিয়েছেন হাসির ইমোজি।
ডব্লিউজি/এমএইচএস