গাছ পরিচর্যায় ১০০ মালি নিয়োগ দেবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার গাছের পরিচর্যার জন্য ১০০জন মালি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার (৬ জুন) মেয়র আতিকুল ইসলাম উত্তর সিটি এলাকায় ২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান।

তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়কে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মেয়র আতিক বলেন, ‘গাছ রোপণ করা সহজ, কিন্তু গাছের পরিচর্যা করা কঠিন। গাছ লানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’

‘প্রত্যেককে এক কিলোমিটারের দায়িত্ব দিয়ে দিচ্ছি। এক কিলোমিটারের মধ্যে যতো গাছ থাকবে, সেই গাছের রিপোর্ট তারা আমার কাছে দেবেন।’

মেয়র বলেন, ‘আমাদের প্রথম কাজ ‘সবুজে বাস, ১২ মাস’- এই স্লোগানে আজ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম। নগরবাসীকে আহ্বান করবো, যার যার বাড়ির ভিতরে, আঙিনায় গাছ লাগাবেন’।

সম্প্রতি রাজধানীর গাবতলীর টেকনিক্যাল মোড়ের কাছে সড়ক ডিভাইডারে প্রায় ৩০টি গাছ কেটে ফেলায় এক ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বিনা অনুমতিতে গাছ কেটে কাজের শর্ত লঙ্ঘন করায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এসএম রহমান ইন্টারন্যাশনালকে আগামী এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব ধরনের টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You