নায়ক ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

ঢাকা-১৭’র সংসদ সদস্য ছিলেন সদ্যপ্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনে অংশ নেবেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার (৫ জুন) সকালে হিরো আলম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনে সোমবার বিকেল ৩টায় নমিনেশন তুলতে যাবো। আমি আশা রাখি, এই আসনে অবশ্যই জয়লাভ করবো।’

আলম বলেন, ‌‘আমি জনগণের প্রতিনিধি হিসেবে সবসময়ই কাজ করতে চাই। ভালো লাগে, অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। তাই সবকিছু মিলিয়ে আবারও নির্বাচনে আসা।’

তিনি আরও বলেন, ‘ঢাকা-১৭ আসনে নির্বাচনের অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেন নিয়েছি সেটা এখনই বলতে চাই না।’

এই নির্বাচনে কোনো দলের প্রতিনিধিত্ব করছেন না জানিয়ে হিরো আলম বলেন, ‘এবার স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলবো। বগুড়ার মতো ঢাকা-১৭ আসন থেকেও ভালো সাড়া পাবো। এলিট শ্রেণির লোকজন গুলশানে থাকেন। কিন্তু ভাষানটেক বস্তি এলাকায় কারা থাকেন? সেখান থেকে আমি ভোট পাবো। আমি তাদের অজানা কথাগুলো তুলে ধরবো। এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছি, ঢাকা-১৭ আসনের নির্বাচনে জয় নিয়েই ফিরবো।’

হিরো আলম বলেন, সারাদেশের মানুষ আমাকে ভালোবাসেন। আমি খুব কষ্ট করে এই অবস্থায় এসেছি। ঢাকায় নির্বাচন করে প্রমাণ করতে চাই, মানুষ আমাকে কত ভালোবাসে। আমার বিশ্বাস ঢাকার ভোটাররাও আমাকে ভোট দেবেন।

আগামী জাতীয় নির্বাচনেও কী ঢাকা থেকে প্রার্থী হবেন- জানতে চাইলে হিরো আলম বলেন, জাতীয় নির্বাচনে আমি ঢাকা থেকে নয়, বগুড়া থেকে নির্বাচনে অংশ নেব।

এর আগে নিজ জেলা বগুড়া থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে ওই নির্বাচনে হেরে যান তিনি।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You