‘মুখ ও মুখোশ’ সিনেমার অভিনেত্রী পেয়ারী বেগমের মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

প্রথম বাংলা সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’ সিনেমার অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন। গতকাল মঙ্গলবার (৩০ মে) দুপুরে উত্তরার নিজ বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। পিয়ারী বেগমের একমাত্র সন্তান রাবিউল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পিয়ারী বেগম অভিনেতা আমিনুল হকের স্ত্রী। ঢাকার উত্তরায় ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনিদের নিয়ে বসবাস করতেন এই অভিনেত্রী।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ অভিনেত্রী পেয়ারী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, দেশের প্রথম বাংলা চলচ্চিত্রে অন্যতম কেন্দ্রীয় ‘নাজমা’ চরিত্র রূপায়নকারী অভিনয়শিল্পী পেয়ারী বেগম আমাদের সিনেমাজগতে সাহসী পথিকৃত হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। সেই সময় খুব কম নারীই চলচ্চিত্রে অভিনয়ে এগিয়ে এসেছেন।

উল্লেখ্য, পিয়ারী বেগম বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। ১৯৫৬ সালের ৩ আগস্ট ছবিটি মুক্তি পায়। ছবিটির পরিচালক আবদুল জব্বার খান।

১৯৫৬ সালের আগস্টে ঢাকার ‘রূপমহল’ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছিল।

ডব্লিউজি/এমএইচএস

Recommended For You