
সম্প্রতি আবুধাবিতে আইফা রকসে গিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। সেই অনুষ্ঠানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হোন। সেখানেই সালমান খানকে বিয়ের প্রস্তাব দেন সাংবাদিক ও উপস্থাপিকা অ্যালেনা খালিফে।
হলিউড থেকে সালমানকে বিয়ের প্রস্তাব দিতে সেখানে গিয়েছেন বলে প্রকাশ্যেই জানান অ্যালেনা।
সালমানকে অ্যালেনা খালিফে বলেন, ‘আমি হলিউড থেকে এসেছি শুধু এই প্রশ্নটি করার জন্য। আমি যখন আপনাকে দেখেছি, আপনার প্রেমে পড়েছি’। এরপর সালমান তাকে রসিকতা করে প্রশ্ন করেন, ‘আপনি শাহরুখ খানের কথা বলছেন, ঠিক না? উত্তরে সেই নারী বলেন, ‘আমি সালমান খানের কথা বলছি। বলুন সালমান খান, আপনি আমাকে বিয়ে করবেন?’
অভিনেতা উত্তরে বলেন, ‘আমার বিয়ের দিন শেষ। আরও ২০ বছর আগে আমার সাথে আপনার দেখা করা উচিত ছিল।’
ডব্লিউজি/এমএইচএস