অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ আজ থেকে

২০২২ সালে অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার থেকে। রেজিস্ট্রেশন কার্ড বিতরণ চলবে ৮ জুন পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বলা হয়েছে, ঢাকা বোর্ডের আওতাধীন অনুমোদিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২ সালে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ২৮ মে থেকে ৮ জুন পর্যন্ত বিতরণ করা হবে। রেজিস্ট্রেশন কার্ড বিদ্যালয় শাখা থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতি/সর্বশেষ স্বীকৃতির নবায়নপত্র এবং কমিটির অনুমোদনপত্র আবেদনের সঙ্গে দাখিল করতে হবে। উল্লিখিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ/গ্রহণ না করলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভাগ, বিষয়, ধর্ম, লিঙ্গ, ছবি ইত্যাদি সংশোধনসহ বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে ২৮ মে। বিলম্ব ফি ছাড়া ২৭ জুন পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You