
আগামী মাসের ২ তারিখ মুক্তি পাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘অর্ধাঙ্গিনী’। বর্তমানে তিনি এই সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সম্প্রতি তিনি সাক্ষাৎকার দিয়েছেন একটি গণমাধ্যমের সঙ্গে। সেখানে উঠে এসেছে তার নিজস্ব চিন্তাভাবনা, অভিনয় জীবন এবং সিনেমার গল্প।
সেই সাক্ষাৎকারে জয়া জানিয়েছেন, ভারতকে কখনও আলাদা দেশ ভাবেন না। শুধু তাই নয়, দেশটিকে দ্বিতীয় দেশ মনে করেন তিনি।
জয়ার কথায়, “আমি দ্বিতীয় একটা দেশ পেয়ে গিয়েছি। ছোটবেলা থেকে এত গল্প শুনেছি, ইন্ডিয়াকে কখনও আলাদা একটা দেশ ভাবতাম না। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলতেন, ইন্ডিয়া আমাদেরই দেশ। বাবা সব সময় দু’দেশের কথা বলতে গিয়ে ‘আমরা’ করেই বলতেন। কলকাতাকে আলাদা করে দেখেননি। সেটাকে নতুন করে পাওয়া আমার কাজের মধ্য দিয়ে। বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন। এখান থেকে অ্যাওয়ার্ড নিচ্ছি, এখানকার মানুষ আমাকে ভালবাসছে— এটা দেখতে পেলে বাবা ভীষণ খুশি হতেন। এই সময়ে দাঁড়িয়ে বাবাকে খুব মিস করি।”
জানা যায়, জুনের ২ তারিখ টলিউডে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা। ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি। এটি এই পরিচালকের সঙ্গে তার তৃতীয় ছবি। নির্মাতা সম্পর্কে জয়ার পর্যবেক্ষণ এ রকম, ‘কৌশিকদা আমার কাছে একজন ভালো পরিচালক। সংবেদনশীল একজন মানুষ। তারপর তার অভিনয়সত্তা ও নির্মাতাসত্তা। আর আমরা দুজনেই সেনসিটিভ বলে হয়ত কাজ করে আনন্দ পাই। অন্য অভিনেতারাও একই কথা বলবে, আমি নিশ্চিত!’
প্রাক্তন আর বর্তমান। এক পুরুষের জীবনের দুই নারীর হৃদয়ের যুদ্ধ এবার দেখা যাবে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায়। সম্পর্কের এই গল্পে মুখ্য চরিত্রে আরও দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেনকে।
ছবিতে কৌশিক সেনের চরিত্রের প্রাক্তন স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। জয়া হয়েছেন সেই চরিত্রের বর্তমান স্ত্রী। ঘটনাচক্রে কৌশিকের চরিত্র কোমায় চলে যায়। তারপরই প্রাক্তন ও বর্তমানের দ্বন্দ্ব শুরু হয়।
ডব্লিউজি/এমএইচএস