জাতীয় শিক্ষা সপ্তাহে মাধ্যমিক পর্যায়ে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান। ইতোপূর্বে তিনি আরও দুইবার জেলা পর্যায়সহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান ২০১৫ সালের ২৮ জানুয়ারি তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। প্রধান শিক্ষক হিসাবে তার অভিজ্ঞতা নয় বছরের অধিক।
প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালনার জন্য তিনি প্রতিবছর একাডেমিক ক্যালেন্ডার তৈরি করেন। প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে মুহাম্মদ আব্দুল মান্নান বিদ্যালয়ের ক্যাম্পাস পরিষ্কার-পরিছন্ন, সবুজ বনায়ন, বিদ্যালয়ের অভ্যন্তরিণ রাস্তা, সাইকেল সেড, ফুলের বাগান, নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা, স্বাস্থ্য বিধি মেনে ওয়াশ রুম তৈরি, প্রাত্যহিক সমাবেশ, শিক্ষার্থীদের শরীরচর্চা করার বিষয়ে উৎসাহ প্রদান, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা সংযোজন, সিসি ক্যামেরা স্থাপন, দৃশ্যমান গেট, শহীদ মিনার স্থাপন, মাল্টিমিডিয়া ক্লাস রুম তৈরি , ল্যাব স্থাপন, পাঠাগার উন্নয়ন, বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল উপজেলার শীর্ষে উন্নয়ন ঘটানোসহ অন্যান্য বিষয়ে উন্নয়ন সাধন করেছেন।
বিদ্যালয়টি এসএসসিসহ অন্যান্য পরীক্ষাকেন্দ্র হিসাবে দীর্ঘদিন ব্যবহারিত হয়ে আসছে। এছাড়া বিদ্যালয়ে বৃহৎ খেলার মাঠ থাকায় বিদ্যালয়সহ উপজেলা প্রশাসন ও বেসরকারি সংগঠনের বিভিন্ন কর্মসূচি ও ক্রীড়া অনুষ্ঠান এখানে বাস্তবায়িত হয়ে থাকে। এসব বিষয়ে প্রধান শিক্ষক সহযোগিতা করে থাকেন।
এতদঅঞ্চলের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জমিদার রায় বাহাদুর হরিচরণ রায় চৌধুরীর আর্থিক সাহায্যে ও একান্ত প্রচেষ্টায় ১৮৯৯ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। জমিদার কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রথম প্রধান শিক্ষক গৌতম মুখ্যার্জীর দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটির দ্রুত উন্নতি লাভ করতে থাকে। পরবর্তীতে এটি ১৯০১ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ীভাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়। ১৯৬৬ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি পাইলট স্কিমে অন্তভুর্ক্ত হয়। ২০০৯ খ্রিষ্টাব্দে মডেল স্কুলে উন্নীত হয়। ২০১৭ খ্রিষ্টাব্দের ২৩ আগস্ট বিদ্যালয়টি সরকারিকরণ হয়।
প্রধান শিক্ষকের আদিবাড়ি উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে। বর্তমানে তিনি সদর ইউপির নকিপুর গ্রামের বাসিন্দা। স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তিনি চার ভাই বোনের মধ্যে সকলের বড়।
মুহাম্মদ আব্দুল মান্নান শিক্ষা জীবনে এমফিল ও পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত।
ড.মুহাম্মদ আব্দুল মান্নান বলেন, প্রশাসনের সহায়তায় ভবিষ্যতে বিদ্যালয়টি স্মার্ট বিদ্যালয়ে রুপান্তরিত করার বিষয়ে সব ধরনের কার্যক্রম এগিয়ে যাচ্ছে।
জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে কৃতিত্ব অর্জন করায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান তাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন।
ডব্লিউজি/এমএইচএস