ঢাকায় আসছেন এমিলিয়ানো মার্টিনেজ

বাজপাখি খ্যাত আর্জেন্টাইন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবার বাংলাদেশে আসছেন। আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখতে যাচ্ছেন ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই গোলরক্ষক।

আর্জেন্টিনার গোলপোস্টের অতন্দ্র প্রহরীকেকলকাতায় আনার জন্য যোগাযোগ করেছিলেন সেখানকার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। কিন্তু কলকাতা যাওয়ার আগে ঢাকায় আসার কথা নিজে থেকেই জানিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। বাংলাদেশি ভক্তদের কথা বিবেচনা করে মার্টিনেজ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

শতদ্রু দত্ত জানান, ‘আমি মার্টিনেজের সঙ্গে কেবল ভারতে আসার বিষয়ে কথা বলেছিলাম। তবে ও নিজের থেকে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আমাকে বলেছে, আমি বাংলাদেশেও যেতে চাই। ওখানে আমার ও আর্জেন্টিনার অনেক সমর্থক রয়েছে।’

আগামী ৪ ও ৫ জুলাই ভারত সফর করবেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার আগে ৩ জুলাই ভোরে মার্টিনেজ ঢাকায় নামবেন। সেই দিনটা ঢাকায় থেকে পরদিন সকালে যাবেন কলকাতায়।

ইতোমধ্যে আর্জেন্টাইন গোলরক্ষকে ঢাকায় আনার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশে বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন শতদ্রু দত্ত।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You