পেঁয়াজ আমাদানির সিদ্ধান্ত ২-৩ দিনের মধ্যে : কৃষিমন্ত্রী

বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হবে কি না আগামী দুই-তিন দিনের মধ্যে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘তিন-চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম ওঠা-নামা করছে, যেটা হওয়া উচিত না। পেঁয়াজের দাম ৮০ টাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

রোববার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘গতবছর পেঁয়াজ পচে যাওয়ায় এবার বাজারে কমে গেছে। পেঁয়াজ লক্ষ্যমাত্রার চেয়ে এবার কম উৎপাদন হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৩০ লাখ মেট্রিক টন। আর উৎপাদন হয়েছে ২৮ লাখ মেট্রিক টন। এর মধ্যে শুকিয়ে গেছে অনেক।’

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘পেঁয়াজের দাম নিয়ে মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও সরকার চাষিদের কথা চিন্তা করে আরেকটু অপেক্ষা করছে। দুই-তিন দিনের মধ্যে পেঁয়াজ আমদানির ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।’

তিনি বলেন, ‘পেয়াজের দাম ৪৫ টাকার বেশি হওয়া উচিত নয়। তবে এখনো আড়তদারদের কাছে পেঁয়াজ আছে। যারা মজুত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ’

মন্ত্রী বলেন, ‘জিনিসপত্রের দাম নিয়ে বাজারে অস্থিরতা আছে। এই অস্থিরতা সরকারকেই কমাতে হবে।’

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। বাংলাদেশেও এটা হবে না। আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হবে অবশ্যই। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সরকার সহায়তা করবে। এ সব কারণে বিএনপির সঙ্গে সুর মিলিয়ে কয়েকটি বিদেশি দেশও কথা বলছে। স্যাংশন দেওয়ার কথাও বলছে। আশা করবো, যুক্তরাষ্ট্র আর স্যাংশন দেবে না। যদি দেয়ও তাহলে কিছু করার নেই, একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের চলতে হবে।’

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You