গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত ইবি

গুচ্ছ পদ্ধতিতে তৃতীয়বারের মতো ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।

জানা যায়, আগামীকাল শনিবার (২০ মে) অনুষ্ঠিতব্য ‘বি’ ইউনিটের পরীক্ষায় ইবি কেন্দ্রে মোট ৬ হাজার ৮৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ভবন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন, অনুষদ ভবন, রবীন্দ্র-নজরুল কলা ভবন, ব্যবসায় প্রশাসন ভবন এবং মীর মশাররফ হোসেন ভবনসহ ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করতে আমাদের অনেক অনেক বেশি নিরাপত্তার জোরদার করা হয়েছে। সকল কার্যক্রম প্রায় শেষ। শিক্ষার্থীদের সাহায্যে বিশ্ববিদ্যালয়ের বিনএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপ থাকবে।

এছাড়াও নিরাপত্তার স্বার্থে দুই জেলার পুলিশের পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা থাকবেন।যেকোনো ধরনের অপরাধ দমনে সর্বদা মনিটরিং করবে ভ্রাম্যমাণ আদালত। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জয় বাংলা বাইক সার্ভিসের ৬ টি বাইক বাদে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You