সৌদিতে কোকেন পাচারকালে ১ বাংলাদেশিসহ ২ ইন্দোনেশিয়ান নারী গ্রেপ্তার

সৌদিআরবের রাজধানী রিয়াদে মাদকদ্রব্য কোকেন পাচারকালে একজন পুরুষসহ দুইজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রিয়াদ অঞ্চলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ভ্রাম্যমাণভাবে ইয়াবা ট্যাবলেট এবং কোকেন বিক্রি করা অবস্থায় ইন্দোনেশিয়ান নাগরিকত্বের দুই নারী এবং একজন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্যে জানা যায়, সোমবার রাজধানী রিয়াদে ভ্রাম্যমাণভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং কোকেন বিক্রি করার অপরাধে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে।

মাদক নিয়ন্ত্রণে অধিদপ্তর কর্তৃক বলা হয় মক্কা আল-মুকাররামাহ, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের অঞ্চলে দুটি নম্বরে (৯১১) এবং বাকি অঞ্চলগুলিতে (৯৯৯) নম্বরে কল করে এই ধরনের অপরাধের সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে রিপোর্ট করার।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You