শাকিবের অভিযোগ হাস্যকর : বুবলী

ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের লড়াইয়ে একে অন্যকে পাল্টা জবাব দিয়েই চলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক-নায়িকা শাকিব-বুবলী।

রোববার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা বুবলীর বিরুদ্ধে ‘অবৈধ সম্পর্কের’ অভিযোগ তুলে ৩ কোটির ফ্ল্যাট ও ৫৬ লাখের গাড়ি কেনার অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন চিত্রনায়ক শাকিব খান। এবার শাকিবের করা সেই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা বুবলী।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টিকে রীতিমতো ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

শাকিব নাকি তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছেন এবং অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন? বলে জানতে চাইলে সংবাদকর্মীদের এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘এটা খুবই হাস্যকর এবং কমন একটা কথা। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরও বেশি। কারণ, কোনো পুরুষ যখন একজন নারীকে অপমান করতে চায় বা হেয় করতে চায়, তখন সবার আগে মেয়েটিকে তার চরিত্র নিয়ে আঘাত করে। কারণ, এটার জন্য কোনো প্রমাণের দরকার হয় না। শুধু বলে দিলেই হয়, যেটা খুবই বাজে মানসিকতার পরিচয়।’

নায়িকা আরও বলেন, ‘শাকিবকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে, আমার মনে হয় এটা তার ভীষণ পছন্দের শব্দ। জীবনের অনেক ক্ষেত্রেই তিনি এটা খুব ব্যবহার করে থাকেন, যেটা দিয়ে উনি কী বোঝান সেটা উনি নিজেই হয়তো জানেন। নাহলে তার মতো ম্যাচিউর একজন মানুষকে কীভাবে কেউ ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে!’

বুবলী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই ফিল্মে কাজ করি, তার আগে নিউজ প্রেজেন্টার ছিলাম। কেউ কখনও আমাকে নিয়ে বাজে রিউমার পায়নি। কোথাও কোনো আড্ডাতেও দেখে না আমাকে। কারণ, ওভাবেই আমার জীবন ধারণ করি আমি।’

অর্থের উৎস বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে বুবলী বলেন, ‘আমি অনেক বছর ফিল্ম করছি, তার আগে নিউজ পড়েছি, অনেক কালচারাল প্রোগ্রাম করি, বিভিন্ন ওপেনিং শো করি, বিজ্ঞাপন করি, এত বছর সম্মানের সঙ্গে কাজ করে আমার নিজ সামর্থ্য আর পরিবারের হেল্প নিয়ে যতটুকু থাকার ঠিক ততটুকুই আছে। আমার গাড়ির কথা উনি বলছেন সেটা ব্যাংক লোন নিয়ে নেয়া। সব লোনের কাগজ আমার কাছে আছে। যে শোরুম থেকে নেয়া সেই শোরুম উনি নিজেও চিনেন।

তিনি আরও বলেন, ‘আমার বাসার কথা উনি বলেছেন- যেটাতে আমি আম্মু, আব্বু, শেহজাদ, আমার ছোট ভাইসহ পরিবার নিয়ে থাকি। এই বাসা আমার নামেও না, কারণ এটাও লোন নিয়ে করা। আমি আমার সিনেমা আর বিজ্ঞাপন থেকে কিছু টাকা দিয়ে কিছুটা পরিবার থেকে হেল্প নিয়ে বাকিটা লোন করে গাড়ি কিনেছি। গাড়ি আর বাসার প্রতি মাসের ইনস্টলমেন্টের হিসাব আমার কাছে আছে। আমি এত বছর কাজ করে লোন করে কিছু করতে গেলেও সমস্যা?’

এ পাল্টা প্রশ্ন রেখে এই চিত্রনায়িকা বলেন, ‘আমার আর সন্তানের জন্য তো আমাকে কাজ করতে হয় কারণ সব দায়িত্ব আমার একার। উনি এসবেও নোংরামি করতে চান? তাহলে নিজে কেন কোনো দায়িত্ব নেননি?’

তাছাড়া সবাই এটা খুব ভালোভাবেই জানেন। নাহলে আপনারা এত বছর তো আমাকে দেখছেন, জানেন, কই কখনও তো এমন কিছু পাননি বা লিখলেন না আমার বিরুদ্ধে। কারণ, আমার জীবনযাপনের বেসিকটা কখনোই উগ্র ধরনের নয়। তাই আপনারা এতদিনেও কেউ কিছু পাননি।

এর আগে রোববার এক সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘শেহজাদকে জন্ম দেয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানা জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল। যা মিডিয়াসহ সবাই জানে। একই সঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো, হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব।’

ডব্লিউজি/এমএইচএস

Recommended For You