
উপমহাদেশের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মশতবার্ষিকী আজ রোববার। বিশেষ এই দিনে তাঁকে ও তাঁর চলচ্চিত্রকে নানাভাবে স্মরণের উদ্যোগ নিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।
মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে ছয় দিনব্যাপী ‘মৃণাল সেন রেট্রোস্পেকটিভ’ শিরোনামে অনুষ্ঠানমালা আয়োজন করেছে।
রোববার সন্ধ্যা ৬টায় শিল্পকলার জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করা হবে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা করবেন চলচ্চিত্রকার ও শিক্ষক মানজারে হাসীন মুরাদ। উদ্বোধন শেষে মৃণাল সেন নির্মিত ‘ভুবন সোম’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
এই আয়োজন চলবে ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত।
অনুষ্ঠানের শেষ দিন ১৯ মে মৃণাল সেন স্মরণে ‘আধুনিকতার বিউপনিবেশায়ন ও মৃণাল সেনের সিনোমা’ শীর্ষক একটি সেমিনার হবে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও গবেষক মাহমুদুল হোসেন দুলাল। আলোচনা করবেন চলচিত্র ও শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ, আলোকচিত্রী নাসির আলী মামুন এবং লেখক ও গবেষক অধ্যাপক জাকির হোসেন রাজু।
এছাড়া ১৪ ও ১৫ মে মৃণাল সেনে জন্মভূমি ফরিদপুরেও দুই দিনের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯২৩ সালের ১৪ মে তৎকালিন পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলা শহরের সদর এলাকার ঝিলটুলিতে জন্মগ্রহণ করেন মৃণাল সেন। ফরিদপুরে তিনি তার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ালেখা সম্পন্ন করে পশ্চিম বাংলার কলকাতায় স্থায়ী হন।
পরবর্তীকালে তিনি ভারতীয় চলচ্চিত্রের যুগ পরিবর্তনের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠেন। উপমহাদেশে সৎ ও চিন্তাশীল চলচ্চিত্রে তিনি অন্যতম পথিকৃৎ ব্যক্তিত্ব মৃণাল সেন।
ডব্লিউজি/এমএইচএস