ঘূর্ণিঝড় মোখা : কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মোখার কারণে আজ শনিবার (১৩ মে) সকাল ৭টা থেকে আগামীকাল রোববার পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোর্তজা হোসেন এ তথ্য জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় মোখা’র কারণে কক্সবাজার এলাকায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পর আজ শনিবার সকাল সাতটা থেকে রোববার সন্ধ্যা সাতটা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে সকল ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

গোলাম মর্তুজা হোসেন আরও জানান, সাধারণত প্রতিদিন সকাল সাতটায় বিমানবন্দর খুলে দেওয়া হয়। আজ শনিবার সকালে খুলে দেওয়া হয়নি। কক্সবাজার বিমানবন্দরে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে রাখতে ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো বিমানবন্দর জুড়ে। সেই সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডব্লিউজি/এমএইচএস

শেয়ার করুন:

Recommended For You