টুইটারের নতুন সিইওর নাম ঘোষণা করেছেন ইলন মাস্ক। এই পদের জন্য তিনি বেঁছে নিয়েছেন ইতালির বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক লিন্ডা ইয়াকারিনোকে। এখন থেকে লিন্ডা ইয়াকারিনোই টুইটারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।
লিন্ডা ইয়াকারিনো এনবিসি ইউনিভার্সালের প্রধান অ্যাডভার্টাইজিং সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছিলেন। তিনি ২০১১ সাল থেকে এনবিসি ইউনিভার্সালের সাথে যুক্ত। তিনি কোম্পানির গ্লোবাল এইড অ্যান্ড পার্টনারশিপে প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। এর আগে লিন্ডা বিনোদন ও ডিজিটাল বিজ্ঞাপন বিভাগেও কাজ করেছেন।
শুক্রবার (১২ মে) এক টুইটে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মালিক বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক বলেন, টুইটারের নতুন সিইও হিসেবে লিন্ডা ইয়াক্কারিনোকে স্বাগত জানাতে পেরে আমি খুব আনন্দিত। এখন থেকে লিন্ডা টুইটারের যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম তদারকি করবে। আমি টুইটারের প্রোডাক্ট ডিজাইন ও নতুন প্রযুক্তির ওপর নজর দেব।
টুইটারের নতুন প্রধান নির্বাহী হিসেবে তার নাম ঘোষণার একদিন আগেই ইলন মাস্ক জানিয়েছিলেন, তিনি টুইটারের জন্য একজন নতুন সিইও খুঁজে পেয়েছেন। কিন্তু তখন কোন নাম প্রকাশ করেননি।
বৃহস্পতিবার এক টুইট বার্তায় ইলন মাস্ক জানান, ছয় সপ্তাহের মধ্যে নতুন প্রধান দায়িত্ব নেবেন এবং এরপর মাস্ক হয়তো নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ইলন মাস্ক গত বছর ৪৪ বিলিয়ন ডলারে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারকে কিনে নিয়েছিলেন।
ডব্লিউজি/এমএইচএস