‘প্রিয়তমা’র পোস্টারে শাকিবের যে লুক

গত ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খানের সিনেমা ‘লিডারস: আমিই বাংলাদেশ’। ভক্ত দর্শকরা তাতে ব্যাপক সাড়া দেয়ায় দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। বাংলা সিনেমার দর্শকদের জন্য এবার আরও একটি আনন্দ সংবাদ প্রকাশ করলেন শাকিব। আসছে কোরবানি ঈদেও নতুন সিনেমা নিয়ে পর্দায় হাজির হবেন ঢাকাই সিনেমার এই কিং।

পরিচালক হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমায় দেখা যাবে তাকে। গতকাল (১০ মে) বুধবার রাতে ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন শাকিব তার ফেসবুক ওয়ালে। পোস্টারে তার লুক পাচ্ছে ভক্তদের দারুণ প্রশংসা।

‘প্রিয়তমা’ চলচ্চিত্রের পোস্টারে দেখা যাচ্ছে, শাকিবের ঠোঁটে জ্বলন্ত সিগারেট। তাঁর ঘাড় ছোঁয়া চুল। কানে রিং। চেহারায় বিরক্তির ছাপ নিয়ে ঘাড়ে হাত দিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব।

পোস্টারের ক্যাপশনে নায়ক লিখেছেন, ‘প্রিয়তমা’, যাত্রা শুরু। সেখানে তিনি আরও নিশ্চিত করেছেন, ছবিটি মুক্তি পাবে এবারের কোরবানি ঈদে।

বুধবার থেকে প্রিয়তমা সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন শাকিব খান। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে এক বছর পর নতুন সিনেমার শুটিংয়ে ফিরলেন শাকিব খান। চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

ডব্লিউজি/এমএইচএস

Recommended For You