বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি বুধবার (১০ মে) রাতের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি আগামী ১৪ মে কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে…।
এ অবস্থায় ফসলের ক্ষতি এড়াতে পাকা ধানসহ অন্যান্য ফসল দ্রুত সংগ্রহ করার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। বুধবার (১০ মে) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।
জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়োহওয়ার সঙ্গে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে পাহাড়ি ঢল ও ভূমিধস হতে পারে। একইসঙ্গে উপকূলের নিচু এলাকায় জলোচ্ছ্বসের সম্ভাবনা রয়েছে…। এতে নষ্ট হতে পারে মাঠের ফসল। তাই, ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকদের মাধ্যমে কিছু নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
নির্দেশনাগুলো হলো ৮০ শতাংশ পাকা ধান, পরিপক্ব আম ও অন্যান্য ‘সংগ্রহ উপযোগী’ ফসল দ্রুত সংগ্রহ করতে কৃষকদের বলা। ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক তথ্য মাঠে কৃষকদের মধ্যে ব্যাপকভাবে প্রচার এবং সার্বক্ষণিক…কর্মস্থলে থেকে কৃষকদের পরামর্শ দিতে কৃষকের পাশে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত মাসের শেষের দিকে আকস্মিক বন্যার শঙ্কায় হাওর এলাকায় পাকা ধান কাটা শুরু হয়। এরপর চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এলো ঘূর্ণিঝড়ের বার্তা।
ডব্লিউজি/এআর